এইডস দিবসে মেদিনীপুর কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মেদিনীপুর কলেজের (স্বশাসিত) এনএসএর উদ্যোগে একটি পদযাত্রা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ৩৮ জন ছাত্রী সহ মোট ৯৫ জন রক্তদান করেন।

কলেজের অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা এই শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এডিএএম কেম্পাহুন্নাইয়া, বিশেষ অতিথি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা এনএসএসের কো-অর্ডিনেটর ড: দেবদুলাল ব্যানার্জি, কলেজের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড: গৌতম ঘোষ এইডস সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের রক্তাদানে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচি সুচারু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, কলেজের এনএসএসের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড: পার্থ প্রতিম মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *