রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা

আমাদের ভারত, হাওড়া, ১৫ এপ্রিল: লক ডাউন চলাকালীন রাজ্যে রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ কর্মীরা রক্তদান করার পর এবার রক্ত দিতে এগিয়ে এলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার উলুবেড়িয়ার একটি নামী বেসরকারি হাসপাতালে আয়োজিত এই রক্তদান শিবিরে হাসপাতালের চিকিৎসক, কর্ণধার ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ৫০ জন রক্তদান করেন। তবে এদিন হাসপাতাল কর্তৃপক্ষ লকডাউনের সমস্ত নিয়ম মেনে রক্তদান শিবিরের আয়োজন করে।

হাসপাতালের এই কর্মসূচি প্রসঙ্গে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: শান্তি গেড় জানান, প্রতি বছর এই সময়টা রক্তের একটা সংকট দেখা দেয় তার উপরে এখন লকডাউন চলায় সমস্যাটা আরোও তীব্রতর হয়েছে। আর রক্তের এই সংকট কাটাতে আমরা নিজেরাই হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেছি।

অন্যদিকে হাসপাতালের এক কর্ণধার দীপক দাস জানান, প্রতি বছর আমরা ১৫ মে হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করলেও এবারে পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি একটু এগিয়ে নিয়ে এসেছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here