করোনা পরিস্থিতিতে প্রয়াত নাট্য কর্মীর স্মৃতিতে রক্তদান পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ জুলাই: কোভিড ১৯ পরিস্থিতিতে ব্লাড ব্যাংক গুলির ভাড়ার প্রায় তলানীতে ঠেকেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা এই পরিস্থিতিতে রক্তদান শিবির অতীতের মতো আয়োজন করতে পারেনি। অথচ চাহিদা রয়েছে তুঙ্গে। রক্তের সংকটও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্তরা। পুরুলিয়া জেলায় রয়েছেন বহু থ্যালাসেমিয়া রোগি। কার্যত রক্তের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন তাঁরা। এঁদের কথা ভেবেই পুরুলিয়ার প্রয়াত নাট্য কর্মী চন্দ্রনাথ ব্যানার্জীর স্মরণে আয়োজিত হল একটি রক্তদান শিবির। ‘নতুন প্রাণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরের নামোপাড়া দুর্গা মন্দিরে আয়োজিত শিবিরে রক্ত দিলেন এক মহিলা সহ ৩৭ জন। সংস্থার পক্ষে সোনালী ব্যানার্জী জানান, রক্তদানের মাধ্যমে প্রয়াত নাট্যশিল্পীকে শ্রদ্ধা জানালেন তারা। আগামী দিনে এই ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, এই স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার রোগাক্রান্তদের পাশে থেকে সহযোগিতা করে চলেছে। ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তোলার উদ্যোগ নিয়েছে তারা। ঋণ ও রক্তদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্টজনরা সংস্থার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় উদ্যোগী সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *