
আমাদের ভারত, মেদিনীপর, ৩১ মে: “রক্ত দান জীবন দান” এই শ্লোগান সামনে রেখে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী স্বেচ্ছায় রক্তদান শিবির করল মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেসল
রবিবার দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে এই গণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতিদের উদ্যোগে প্রায় ৫০০ জন রক্তদাতা রক্ত দান করেনl শিবিরে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অজিত মাইতি, যুব তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল চক্রবর্তী ও সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।