থ্যালাসেমিয়া মুক্ত সমাজের লক্ষ্যে বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে ছাত্রীদের রক্ত পরীক্ষা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ নভেম্বর: থ্যালাসেমিয়া মুক্ত সমাজের লক্ষ্যে সারদামণি মহিলা কলেজে আজ রক্ত পরীক্ষার আয়োজন করা হয়।কলেজের ছাত্রীরা থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।ছাত্রীরা কেউ থ্যলাসেমিয়া বাহক কি না এদিন তা পরীক্ষা করে দেখা হয়। এদিন ১২০ জন ছাত্রীর রক্ত পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে উপস্হিত হয়ে বাকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা থ্যালাসেমিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সমাজের সর্বত্র এই সচতেনতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ২০১৫ সাল থেকে তাদের সংগঠন এই কলেজে প্রথম সচেতনতার বার্তা পৌঁছে দেয়। তারপর থেকেই কলেজ কর্তৃপক্ষর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অধ্যক্ষ ডঃ সিদ্ধার্থ গুপ্ত, অধ্যাপক শ্যামল সাঁতরা উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here