বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে বিএনপি: ডঃ হাছান মাহমুদ

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, বাংলাদেশ, ১০ জানুয়ারি: সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে বিএনপি। দেশের প্রধান বিরোধী দলের বিরুদ্ধে তোপ দেগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ দাবি করেছেন, “এই অবস্থায় দু’দেশের সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।”

দু’বছর আগে দুর্গাপুজোয় মূর্তিভাঙ্গাকে কেন্দ্র করে দু’দেশেই অশান্তি হয়। মঙ্গলবার ঢাকার তথ্যভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে ডঃ হাছান মাহমুদ বলেন, “কেবল ওই ঘটনাই নয়, এদেশে বিগত কয়েক বছরে সাম্প্রদায়িক অশান্তির প্রতিটি পর্যায়ে বিএনপি-সমর্থকরা ইন্ধন জুগিয়েছেন। কোনও একটি পোর্টালে উদ্দেশ্যমূলক খবর লিখে শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হয়। এদেশে প্রতি বছর দুর্গাপুজোর সংখ্যা বাড়ছে। সরকার নানাভাবে এই সব পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রই হচ্ছে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। অথচ, বিএনপি বিষবাষ্প ছড়াচ্ছে।”

ডঃ হাছান মাহমুদ বলেন, “ভারত-বাংলাদেশ সমঝোতা দু’দেশকেই নানাভাবে উপকৃত করছে। এই অবস্থায় বাংলাদেশের সমস্ত অপশক্তি বিএনপি জোটের সদস্য হয়ে উঠেছে। কিন্তু আমরা চাই না কোনওভাবে সাম্প্রদায়িকতা মাথা তুলে দাঁড়াক। পোর্টালের গুজবে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। তাই উভয় দেশের সাংবাদিকদের অনুরোধ করছি ভিত্তিহীন খবর করবেন না।”

এই প্রসঙ্গে ডিজিটাল মাধ্যমে কড়া আইন বাধ্যতামূলক করতে বৈশ্বিক ঐক্যমত্যের প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্ব আরোপ করেন ডঃ হাছান মাহমুদ। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গোটা বিশ্বেই সামাজিক মাধ্যমে অপপ্রচার করে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। প্রায় প্রতিটি দেশ এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি। সক্রিয় প্রতিটি গোষ্ঠীকে নাম তালিকাভূক্ত করতে হবে।”

রাষ্ট্রীয় সফরে আসা সাংবাদিকদের তরফে প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর মন্ত্রীর প্রাসঙ্গিক মন্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “সঠিক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য প্রতিটি দেশের সাংবাদিকের একটা দায়বদ্ধতা আছে। সতর্কভাবে সেটা মাথায় রেখে সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here