বজবজে মাঝ গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ নৃত্যশিল্পী

আমাদের ভারত, হাওড়া, ৯ মার্চ: মাঝ গঙ্গায় ফের নৌকাডুবী। সোমবার বিকেলে হাওড়ার বাউড়িয়া ঘাটে বজবজ থেকে একটি নাচের দল নৌকা ভাড়া করে আসার সময়ে জোয়ারের টানে নৌকা ডুবে যায়। মাঝিরা আট জনকে উদ্ধার করলে ও প্রিয়াঙ্কা পাইক (১৯)নামের এক নৃত্যশিল্পী এখনো নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে জলপুলিশ।

দোল উপলক্ষে বাউড়িয়ায় একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে আসছিল দশ জনের ওই দলটি। দোলের জন্য আজ ফেরি বন্ধ থাকায় তারা বজবজ থেকে নৌকা ভাড়া করে আসছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here