৫ কুইন্টাল দুধের ৭০ কেজি ক্ষীর দিয়ে এবারে সম্পন্ন হচ্ছে বোল্লা মায়ের মহাভোগ, থাকছে লুচি, সুজিও

আমাদের ভারত, বালুরঘাট, ১৫ নভেম্বর: পাঁচ কুইন্ট্যল দুধের ৭০ কেজি ক্ষীর দিয়ে এবারে সম্পন্ন হচ্ছে বোল্লা মায়ের মহাভোগ। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে বালুরঘাটে শুরু হল চারদিন ব্যাপী বোল্লা কালীর মেলা। শুক্রবার ভোররাত থেকে মন্দিরে দুই রাধুনীর চরম ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়েছে সেই মহাভোগ তৈরির প্রস্তুতি। বড় আকারের দুইটি কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে তৈরি ক্ষীরই নিবেদন করা হবে মায়ের কাছে। সাথে থাকবে লুচি, সুজিও। সারাদিন ব্যাপী ব্যস্ততার মধ্য দিয়ে তৈরি এই মহা ভোগেই সম্পন্ন হয় বোল্লা মায়ের পুজো। বছরের অন্যান্য দিনে দেবীর কাছে অন্নভোগ নিবেদন করা হলেও মূল পূজোর দিনটা আর দু চারটে দিনের থেকে একটু আলাদা মাত্রা পায়। ভোগ হিসাবে মায়ের কাছে নিবেদন করা হয় শুধু ক্ষীর, লুচি ও সুজি। মায়ের এই ভোগ রান্নার কাজে ঠাকুর হিসাবে সুব্রত চ্যাটার্জিই এবারে ভোগ তৈরীর মূল দায়িত্বে রয়েছেন।

বোল্লা মায়ের ভোগ তৈরির দায়িত্বে থাকা ঠাকুর সুব্রত চ্যাটার্জি জানিয়েছেন, শুক্রবার ভোর রাত থেকে ৫ কুইন্টাল দুধ জ্বাল দেওয়া শুরু হয়েছে। যার থেকে উৎপন্ন প্রায় ৭০ কেজি ক্ষীর দেবীর কাছে নিবেদন করা হবে। সাথে দেওয়া হবে লুচি ও সুজি। পুজোর দিন এটাই মায়ের মহাভোগ হিসাবে নিবেদন করা হয়ে থাকে।শুক্রবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বালুরঘাটের বোল্লা এলাকায় বোল্লা পুজো ও তাকে ঘিরে চারদিন ব্যাপী মেলা শুরু হল মন্দির চত্বরে। দর্শনার্থীদের নিরাপত্তা বাড়াতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েকশো সিভিক ভলান্টিয়ার ও প্রচুর পুলিশ কর্মী। পকেটমারের দৌরাত্ম রুখতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের কয়েকশো পুলিশকেও। দর্শনার্থীদের বাড়তি নিরাপত্তা দিতে পুরো মেলা চত্বরে বসানো হয়েছে ২৬টি সিসিটিভি ক্যামেরা, চলছে ড্রোনের নজরদারিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *