বড়া পাওয়ের টানে রাস্তার দোকানে হাজির বলিউডের তারকারা, বাকিদের জিভে জল আনতে ভিডিও পোস্ট করলেন কু অ্যাপে

আমাদের ভারত, ১৫ মে: সিনেমার শহর মুম্বাইয়ের চৌপাট্টিতে সবচেয়ে জনপ্রিয় রাস্তার খাবার বড়া পাও। শহরের অলি গলি মো মো করে বড়া পাওয়ের সুগন্ধে। আর এই চটপটা বড়া পাওয়ের গন্ধ একবার নাকে গেলে নিজেকে আটকে রাখা খুব মুশকিল। তেমনটাই হয়েছে বলিউডের তারকাদের সাথেও। বড়া পাওয়ের টানে একেবারে রাস্তার দোকানে হাজির বলিউডের নামজাদারা। তবে শুধু রসনাকে তৃপ্ত করেই ক্ষান্ত হননি তারা। বাকিদের জিভে জল আনতে বড়া পাও এনজয়মেন্টের ভিডিও তারা পোস্ট করেছেন কু অ্যাপে।

দেশের অন্যতম ব্যস্ত শহর মুম্বাই। কথায় বলে এই শহর ঘুমায় না। কর্মব্যস্ত এই শহরের মানুষ গুলো কিছুক্ষণের দীর্ঘনিশ্বাস নিতে পৌঁছায় রাস্তার ধারের খাবারের দোকানে। স্ট্রিট ফুড খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আর সেই তালিকা থেকে বাদ পড়েনি বলি তারকারাও। সম্প্রতি মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম কু অ্যাপে দেখা গেল সেলেবদের বড়া পাও প্রেম। বলিউডের অন্যতম সফল পরিচালক মধুর ভান্ডারকার, অভিনেত্রী তমন্না ভাটিয়া এবং অভিনেতা আশীষ বিদ্যার্থীকে দেখা গেল একেবারে রাস্তার দোকানে বসে বড়া পাওয়ের স্বাদে ডুব দিতে।

কু অ্যাপে অভিনেতা আশীষ বিদ্যার্থী একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মশলাদার সবুজ চাটনির সাথে জিভে জল আনা বড়া পাওয়ে কামড় বসাচ্ছেন অভিনেতা। তিনি দাবি করছেন, মুম্বাইয়ের বড়া পাও সুপার ডেলিসিয়াস। তিনি আরো দাবি করেছেন, এই ভিডিও দেখার পর কেউ নিজের মুখের জল থামাতে পারবেন না।

#vadapav #mumbai #reelitfeelit #reelkarofeelkaro #streetfood #yummy #reelsinstagram #reels #vada #mumbaidiaries #mumbaiindians

https://www.kooapp.com/koo/ashishvidyarthi/aa4f0131-a9fa-43a4-9f6e-4bf263d59137

এদিকে অন্য একটি ভিডিওতে, পরিচালক মধুর ভান্ডারকর এবং অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও দেখা গেছে ডায়েট ভুলে বড়া পাওয়ে বাইট দিতে। বাবলি বাউন্সার ছবির শেষ শিডিউলের শুটিংয়ের আগে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাওয়ের সঙ্গে চ্যাট করতে দেখা গেছে পরিচালক ও অভিনেত্রীকে।

@foxstarm-এর শেষ সিডিউল এবং শুটিং এর দিন শুরু হয়েছে আমার প্রিয় #MumbaiVadapav #BabliBouncer #TAMANNAHBHATIA দিয়ে।

#FoxStarStudios @foxstarhindi @JungleePictures

https://www.kooapp.com/koo/imbhandarkar/4541180e-946c-479f-9e14-3352d88f0adc

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here