কোরিয়ান ছবির হিন্দি রিমেক হতে চলেছে বলিউডে

আমাদের ভারত, ১৬ নভেম্বর: ফের কোরিয়ান ছবির হিন্দি রিমেক হতে চলেছে। এর আগে বলিউডে যে ক’টা কোরিয়ান ছবির রিমেক হয়েছে, সবক’টিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর পর এবার একটি কোরিয়ান ছবির গল্প নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন বলিউড পরিচালক সুজয় ঘোষ।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সোনম কাপুর। অভিনেত্রীর চরিত্রেও রয়েছে চমক। ২০১১ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক করতে চলেছেন সুজয় ঘোষের সোম মাখিজা। এক্ষেত্রে ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায় রয়েছেন সুজয় ঘোষ। মহিলা কেন্দ্রীক ছবি এটি। এক মহিলার জীবনকে কেন্দ্র করেই ছবির গল্প। আর সেই চরিত্রেই দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে। শেষবার সোনমকে দেখা গিয়েছিল ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। জানা গেছে, এক দৃষ্টিহীন মহিলার চরিত্রে অভিনয় করতে চলেছেন অনিলকন্যা। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। ছবিতে রহস্য রোমাঞ্চ যে থাকবেই, তা বলাই বাহুল্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here