দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাধা, উত্তপ্ত হয়ে উঠলো বোলপুর এবং সাঁইথিয়া

আশিষ মণ্ডল, সিউড়ি, ২৫ নভেম্বর: বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাধা দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠলো বীরভূমের বোলপুর এবং সাঁইথিয়া থানা এলাকা। ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী।

বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মী সমর্থকরা। বোলপুর থানার বাহিরী-পাঁচসোয়া গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা শিমুলিয়া মোড়ে জমায়েত হয়। সেখান থেকে বাস ও মোটরবাইকে সিউড়ি যাওয়ার কথা। সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বাস, মোটরবাইকে ভাংচুরের চালায়। চলে গুলি। কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিরোধ গড়ে তুললে পিছু হঠে দুষ্কৃতীরা। একজনকে ধরে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন অভিক মণ্ডল নামে এক বিজেপি কর্মী। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছবি: বিজেপি সমর্থকের দিকে গুলি চালানোয় ধৃত দুষ্কৃতিকে মারধর।
একইভাবে সাঁইথিয়া থানার ভ্রমরকোল অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি তীর ধনুক দিয়ে বাধা দিলে পিছু হটে তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here