অশোকনগরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, আতঙ্কিত পরিবার বাড়ির বাইরে বেরোতে পারছে না

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৩ মে: নির্বাচনের ফল প্রকাশের রাতেই অশোকনগরে বিজেপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে এই বোমাবাজির ঘটনা ঘটে।

অশোকনগরে বিধানসভা কেন্দ্রে বিজেপি হেরে যাওয়ার পর বিকেল থেকেই বিজেপির এই নেতাকে তৃণমূল হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পরে রাতে হামলা করা হয় তাঁর বাড়িতে। বাড়ির ভেতরে তিনটি বোমা মারা হয়, যার ভিডিও ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। বোমায় ফেটে গিয়েছে বাড়ির জানালার কাঁচ। এই ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে অশোকনগর কল্যাণগড় বাজার এলাকায়। সৌমেন দে ওরফে দামু নামে ওই বিজেপি নেতার সোনার দোকানেও ভাঙ্গচুর করে অভিযুক্তরা। সৌমেনবাবু অশোকনগর- কল্যাণগড় পুরসভার ৩ নাম্বার ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ। তাঁর স্ত্রী ওয়ার্ডের বিজেপি নেত্রী।

সিসিটিভির সময় অনুসারে রাত ২:০৯টায় বোমা মারা হয়। রাতেই পরিবারের তরফে অশোকনগর থানায় একাধিকবার ফোন করলেও সকাল নয়টা পর্যন্ত এলাকায় মেলেনি কোনও পুলিশের দেখা। নিরাপত্তাহীনতায় ভুগছেন সোমেনবাবু ও তাঁর পরিবার। সৌমেন দে’র বাবা প্রাক্তন সেনা কর্মী। আক্রান্ত পরিবারের অভিযোগ বিজেপি করার কারণে তাঁদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা করা হচ্ছে। ভয় দেখানোর জন্য হলে বাড়ির বাইরে বোমা মারা হত ভেতরে নয়।

যদিও ঘটনায় তৃণমূল নেতা প্রদীপ সিং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “ওই বিজেপি নেতা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাই এই ঘটনা ঘটতে পারে। প্রয়োজনে আমরা ওদের নিরাপত্তা দেব।” পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অশোক নগর থানার পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *