দাঁতনে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই নম্বর ব্লকের রেলা গ্রামে বেশ কিছু বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানাগেছে, এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোঁপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোম গুলি দেখতে পায়। পরে খবর দেওয়া হয় স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ বোমগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে বোমগুলি উদ্ধারের সময় তাজা অবস্থায় ছিল না। মাঝে বেশ কিছুদিন ধরে দাঁতন ব্লকের হরিপুর, সাবড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে চলতে থাকা গন্ডগোল ও অশান্তিকে কেন্দ্র করে লাগাতার পুলিশি তল্লাশি চলছে। তারই ফলে কেউ বা কারা এই বোম গুলি মাঠের মাঝে জলা জমিতে ফেলে দিয়ে গেছে। বোমগুলি কে বা কারা ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখছে পুলিশ, এছাড়া এলাকায় যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে সেদিকেও পুলিশের নজর রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here