
আমাদের ভারত, মালদা, ১২ মার্চ: বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকাজুড়ে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিতক্ত পরিতক্ত ঘর থেকে উদ্ধার পাঁচ জার ভর্তি তাজা বোমা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচক থানার মজমপুর অঞ্চলের নারায়ণপুর এলাকায়। ঘটনাস্থলে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী।
জানাগেছে, আজ সকালে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি পরিত্যক্ত ঘরে ৫টি জারভর্তি বোমাগুলি দেখতে পায় এলাকাবাসী। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। ৫টি জারের মধ্যে মধ্যে দুই জার প্লাস্টিক বোমা ও তিন জার সুতলী বোমা ছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছেন পুলিশ কর্তারা।