
আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৫ মার্চ: গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১টি বিভিন্ন ধরনের কার্তুজ ও প্রচুর পরিমাণে বোমা তৈরির বারুদ উদ্ধার করলো পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার যবুনি গ্রামের। ধৃতের নাম রমজান শেখ। তার বাড়ি যবুনি গ্রামের পশ্চিমপাড়ায়।
গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মল্লারপুর থানার যবুনি গ্রামে অভিযান চালায়। সেই সময় রমজান শেখের বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১টি কার্তুজ ও প্রচুর পরিমাণে বোমা তৈরির বারুদ ও মশলা উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা বোমা ও আগ্নেয়াস্ত্র কারবার চক্রের সঙ্গে যুক্ত রমজান শেখ। ধৃতকে জেরা করে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।