কঙ্গনার অফিস ভাঙা ঠিক হয়নি, অভিনেত্রীকে দেওয়া হবে ক্ষতিপূরণ, বলল বম্বে হাইকোর্ট

আমাদের ভারত, ২৭ নভেম্বর: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অবর্তমানে তার অফিস ভেঙে ফেলা সঠিক কাজ হয়নি, বলে জানাল বোম্বে হাইকোর্ট। বিএমসি এই কাজ করতে পারেন না। তাদের কাজ বন্ধ করার আদেশ দিল আদালত। এছাড়াও যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর অফিস তার ক্ষতিপূরণ অভিনেত্রীকে দেওয়ার আদেশ দিয়েছে আদালত। তবে একই সাথে কঙ্গনাকে সংযত থাকার কথা বলেছে আদালত।

৯ সেপ্টেম্বর কঙ্গনার অনুপস্থিতিতে বৃহন্মুম্বাইয়ের পুরসভা অভিনেত্রীর বাড়ি ও তার অফিসের একটি বড় অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে। পুরসভা জানায় বাংলোর ত্রুটি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তারা প্রশ্ন করেছিলেন। উত্তরের জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল বলিউডের কুইনকে। কিন্তু অভিনেত্রীর কাছ থেকে যথাযথ উত্তর না পাওয়ায় তারা ভাঙার কাজ শুরু করেন।

বিএমসি জানিয়েছে কঙ্গনার বাড়ি ও অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে। তিতে ১৪টি পরিকাঠামোগত ত্রুটি তারা বের করেছে। সেই ত্রুটির কথা তারা ইতিমধ্যেই জানিয়েছেন। যেমন, যেখানে রান্নাঘর থাকার কথা সেখানে টয়লেট তৈরি করেছেন অন্যদিকে টয়লেটের জায়গায় অফিস ঘর তৈরি করেছেন। অভিনেত্রী বিরুদ্ধে এমনি একাধিক অভিযোগ এনেছিল বৃহন্মুম্বাই পৌরসভা।

অন্যদিকে কঙ্গনার মতে সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর তিনি অনেকের বিরুদ্ধে মুখ খোলায় তার উপর সবার এত রাগ। মুম্বাইতে তিনি সুরক্ষিত নয় শহরকে কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর তার প্রতি শিবসেনার আক্রোশ তৈরি হয়। তারই ফলে তার সাথে এই আচরণ করা হচ্ছে। কঙ্গনা জানান শিবসেনার গুন্ডারা থাকে ধর্ষণের হুমকি দিয়েছে। কঙ্গনা নাম না করেও কথার ইঙ্গিতে বুঝিয়ে দেন আক্রোশ থেকেই তার বাড়ি ও অফিস ভাঙার কাজ হয়েছে। এদিন আদালত অভিনেত্রীকেও সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *