বই বিক্রির বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে তারাপীঠের গ্রামে বোমাবাজি

আশিস মন্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৯ মে: বই বিক্রির বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটল বীরভূমের তারাপীঠ থানার পরুন গ্রামে। ঘটনায় কেউ জখম হয়নি। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছেন।

জানা গিয়েছে, পরুন গ্রামের সালাই শেখের ছেলে বই বিক্রি করেছিল ফিরোজ শেখের মেয়েকে। সেই টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় গতকাল রাতে বিবাদের সৃষ্টি হয়। তারপরেই দুইপক্ষের মধ্যে এলোপাথাড়ি বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালেও রাস্তার উপর বোমা ছড়িয়েছিল। দুটি বাড়িতেও বোমার চিহ্ন পাওয়া গিয়েছে।

গ্রামের বাসিন্দা আয়েসা বিবি বলেন, “বই কেনাবেচা নিয়ে গণ্ডগোল। সন্ধ্যের সময় লুডো খেলতে খেলতে এইনিয়ে গণ্ডগোল বাধে। এরপর সিরাজুল বাড়ির দোতলা থেকে বোমা ছুঁড়তে থাকে”। নাজিরুল বলেন, “বই কিনেছিল ফিরোজ শেখের মেয়ে। কিন্তু বইয়ের টাকা দেয়নি। এনিয়ে গণ্ডগোল। এরপরেই বাড়িতে বোমা ছুঁড়তে থাকে”। এদিন সকালে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। উভয়পক্ষ দাবি করে তারা তৃণমূল করে।

যদিও তৃণমূলের রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বলেন, “গ্রাম্য বিবাদের কারণে গণ্ডগোল হয়। এর সঙ্গে দল কোনোভাবে জড়াবে না। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here