জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুলাই:
বুধবার রাতে নারায়ণগড় থানা এলাকার শিয়ারা গ্রামে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজি করার সময় পুলিশকে জানানো হলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি বলে নারায়ণগড় উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দে অভিযোগ করেছেন। তিনি বলেন, গতকাল রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলাম। রাত বারোটা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। এরপর আমাদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুঁড়তে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিষয়টি ফোন করে সঙ্গে সঙ্গে নারায়ণগড় থানায় জানানো হলেও পুলিশ আসেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমার আঘাতে বাড়ির ছাউনির বেশ কিছুটা অংশ ভেঙ্গে গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরপর পাঁচটি বোমার শব্দ তারা শুনেছেন।
পাকুড়সেনি অঞ্চলের তৃণমূল সভাপতি রঞ্জিত বোস বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী জড়িত নয়। বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোলের কারণেই ঘটনা ঘটেছে।