
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ মার্চ: এয়ার ফোর্সের বিমান থেকে ভুল করে একটি বোমা ছোঁড়া হয় সাঁকরাইল থানার কেশিয়াপোতার রাজবাঁধ এলাকায়। আজ দুপুর ১.৩০ মিনিট নাগাদ বোমাটি এয়ারফোর্সের যুদ্ধবিমান থেকে ফেলা হয়। রাজবাঁধ গ্রামের লোকালয় থেকে ৫০০ মিটার দূরত্বে চাষের জমিতে এই বোম ফেলায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানাগেছে, কলাইকুন্ডা বিমানবন্দরের এয়ারফোর্সের জওয়ানরা মহড়া চালানোর সময় মাঝে মধ্যেই ধুদকুন্ডির বোম্বিং এরিয়াতে বোমা নিক্ষেপ করে থাকে। আজও মহড়ার সময় টার্গেট মিস করে বোমাটি বোম্বিং এরিয়া থেকে ১ কিলোমিটার দূরে চাষের জমিতে পড়ে। সেই সময় জমিতে কেউ ছিল না। থাকলে বড় ধরনের বিপদ হতে পারত। পরে এয়ারফোর্সের বোম স্কোয়ার্ড আসে কিন্তু তারা বোমটিকে উদ্ধার করতে পারেনি। মনে করা হচ্ছে বোমটি মাটির অনেকটা ভেতরে ঢুকে গেছে।এলাকাবাসীর বক্তব্য বোমটি ভাগ্যিস ফাটেনি নইলে বড়সড় বিপদ ঘটে যেতে পারতো। এই ঘটানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।