বনগাঁ জেলা পুলিশ ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

আমাদের ভারত, বনগাঁ, ৮ ফেব্রুয়ারি: পেট্রাপোল থানার উদ্যোগে বনগাঁ জেলা পুলিশ ও বনগাঁ প্রেস ক্লাবের মধ্যে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। এদিন উত্তর ২৪ পরগণার বনগাঁ পাগলাগারদ মাঠে আনুষ্ঠানিক ভাবে এই খেলা প্রদর্শন হয়। বনগাঁ প্রেস ক্লাব একাদশ 
বনাম বনগাঁ জেলা পুলিশের এইপ্রদর্শনী ম্যাচকে ঘিরে 
সাধারণ মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার 
মতো।

খেলায় জয়ী হয় পুলিশ জেলা দল।সীমিত ওভারের এই ক্রিকেট ম্যাচে প্রেস ক্লাবের হয়ে
অধিনায়কত্ব করেন সাংবাদিক সীমান্ত মৈত্র।পুলিশ জেলার অধিনায়কত্ব করেন পুলিশ সুপার তরুণ হালদার।সীমিত ওভারের এই খেলায় বনগাঁ প্রেস ক্লাবের তরফে 
সর্বোচ্চ রান করেন সীমান্ত মৈত্র ও চঞ্চল পাল।পুলিশ জেলার তরফে সবচেয়ে বেশি রান করেন
পুলিশ সুপার তরুণ হালদার। পেট্রাপোল থানার ওসি কার্ত্তিক অধিকারী এই খেলার পুরো 
তদারকি করেন। এসডিপিও অশেষ বিক্রম দোস্তিদার সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় কর্মরত 
থেকেও এই ধরণের প্রীতি ম্যাচে অংশ নেওয়ায় 
সকলকে ধন্যবাদ জানান। 

পুলিশ জেলা সুপার তরুণ হালদার বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের ও সাধারণ মানুষের 
মেলবন্ধন ঘটাতে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে 
ক্রিকেট ম্যাচের আয়োজন 
উল্লেখযোগ্য ঘটনা। এই খেলাকে কেন্দ্র করে
মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করাই মূল 
লক্ষ্য। এর মাধ্যমে আগামী দিনে 
সম্প্রীতির বাতাবরণ তৈরির পাশাপাশি পুলিশের সঙ্গে 
সাধারণ মানুষের সুসম্পর্ক তৈরি করতে এই ধরণের 
আরও উদ্যোগ নেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here