বঙ্গধ্বনি যাত্রায় ভালো সাড়া উলুবেড়িয়ায়, খুশি সাধারণ মানুষ

আমাদের ভারত, হাওড়া, ১৩ ডিসেম্বর: রাজ্যের তৃণমূল সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। এদিন রাজ্যের প্রতিটি বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে এই যাত্রার সূচনা হওয়ার পর থেকেই প্রতিদিন নিয়ম করে প্রতিটি বিধানসভার প্রতিটি বুথে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতা থেকে কর্মীরা। সূত্রের খবর, রাজার ২৯৪টি বিধানসভায় ৪ হাজারের বেশি তৃণমূল নেতারা ৯৫০টি দলে ভাগ হয়ে প্রচার চালাবে। ১০ দিনের এই কর্মসূচিতে তৃণমূল নেতারা আড়াই লক্ষ কিলোমিটার পথে ১ কোটি মানুষের কাছে পৌঁছাবে।

সেইমত রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ১৫ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। এদিন তিনি পুরসভার ৮ ও ১২ নং ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন ১৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর শেখ সেলিম, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবায়ের আলম সহ অন্যান্যরা।

অন্যদিকে, এদিন সকালে পুরসভার ১ ও ৭ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রশাসকদের অন্যতম সদস্য শেখ আকবর, ইনামুর রহমান, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, উলুবেড়িয়া পূর্ব মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শুক্লা ঘোষ সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তিনটি দলে ভাগ হয়ে বঙ্গধ্বনি যাত্রা সংগঠিত করছেন তৃণমূল নেতারা। যার একটিতে নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক ইদ্রিশ আলি, অন্যটিতে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস এবং তৃতীয়টিতে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here