আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: শুক্রবার সন্ধ্যায় নারায়ণগড়ে দিলীপ ঘোষের সভা থেকে ফেরার পথে তৃণমূল কার্যালয়ে তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গন্ডগোল আটকাতে গেলে পুলিশের ওপরও আক্রমণ হয় বলে অভিযোগ।
যদিও পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির দাবি, দিলীপ ঘোষের সভায় যাতে তাদের কর্মীরা না পৌঁছাতে পারেন সেজন্য আগে থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ওপর আক্রমণ চালিয়েছিল। এমনকি সভা শেষে ফেরার পথেও তৃণমূলের কর্মীরা তাদের আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুরে। ঘটনায় তৃণমূল ও বিজেপি পরস্পর পরস্পরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে।
এই গন্ডগোল থামাতে গিয়ে নারায়ণগড় থানার এক পুলিশ অফিসার গৌতম তলাপাত্রের ওপর আক্রমণ হয় বলে পুলিশ সূত্রের খবর। তৃণমূল বিজেপির এই সংঘর্ষের মাঝে পুলিশের ওপর আক্রমণ হওয়ায় এলাকায় উত্তেজনা রয়েছে।