
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলে-বৌমার বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার অভিযুক্তের। ঘটনায় তীব্র চাঞ্চল্য বেলদা থানার আস্তি এলাকায়। লক্ষ্মী প্রধান নামে ওই ব্যক্তিকে গলা টিপে খুন করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগের তির ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে দেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে বেলদা থানার পুলিশ এলাকাবাসীদের আশ্বস্ত করে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে।