
আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করার অভিযোগে ওই মহিলার প্রেমিককে গ্রেপ্তার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। গত ২৫ জানুয়ারি কেশিয়াড়ি থানার ছাতারপুর এলাকার রাঙ্গাটিয়া গ্রামে একটি চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল বলে থানায় অভিযোগ করেছিল মহিলার পরিবারের লোকেরা।
সেই ঘটনার তদন্তে নেমে কেশিয়াড়ি থানার পুলিশ জেরগড়িয়া গ্রামের বাসিন্দা তপন মান্নাকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, দীর্ঘ জেরার পর তপন মান্না স্বীকার করেছে ওই মহিলা তার সঙ্গে প্রেম করা সত্ত্বেও অন্য আরেক ব্যক্তির সঙ্গে সমানে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। যা মেনে নিতে পারেনি তপন মান্না। তাই নেশাগ্রস্ত অবস্থায় তার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে তাকে সে খুন করে। তপনকে সোমবার খড়গপুর মহাকুমা আদালতে তোলা হয়।