দেখা করার নামে প্রেমিকাকে গেস্ট হাউসে ডেকে যৌন নির্যাতন, ধৃত প্রেমিক

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৭ ডিসেম্বর: পুরনো প্রেমিকের শেষ বারের মত দেখা করার অনুরোধ উপেক্ষা করতে পারেননি প্রেমিকা। কিন্তু সেই প্রেমিকই তাকে গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করবে, সে কথা ভাবতে পারেননি তরুণী। বাড়িতে তিনি ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তাকে আনন্দপুরের মাদুরদহ এলাকার গেস্ট হাউস থেকে উদ্ধার করে। তরুণীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রেমিক অনিরুদ্ধ পাঁজাকে।

জানা গিয়েছে, অনিরুদ্ধর বাড়ি হাওড়ার লিলুয়ায়। দু’জনে স্নাতক স্তরে জুলজি অনার্স নিয়ে মৌলানা আজাদ কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। তখনই তাঁদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। অনিরুদ্ধ তাদের সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য দেখা করতে অনুরোধ করেছিল ওই তরুণীকে।

সেই মত বৃহস্পতিবার দু’জনে বিকেল সাড়ে ৫টা নাগাদ শিয়ালদহ স্টেশনে দেখা করেন। তারপরে সেখান থেকে মাদুরদহের ওই গেস্ট হাউসে গিয়ে ওঠেন। পুরনো এবং চেনা পরিচিত হওয়ায় বিশ্বাস করেছিলেন তিনি। অভিযোগ, প্রথমে স্বাভাবিক ভাবে কথা বললেও পরে ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালান অনিরুদ্ধ। কোনওরকমে নিজের বাড়িতে ফোন করেন ওই তরুণী। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই তরুণী নিজের বাড়িতে ফোন করে জানান, তাঁকে মাদুরদহ এলাকার একটি গেস্ট হাউসে আটকে রেখেছেন তাঁর প্রেমিক অনিরুদ্ধ পাঁজা। যৌন নির্যাতন করা হচ্ছে তাঁকে। এই খবর শুনেই সল্টলেকের বাসিন্দা ওই তরুণীর পরিবারের লোক ফোন করেন বিধাননগর কমিশনারেটে। সেখান থেকে লালবাজারে ফোন করা হয়। লালবাজার এই খবর জানায় আনন্দপুর থানাকে। সঙ্গে সঙ্গে আনন্দপুর থানার পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অনিরুদ্ধকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here