ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ মার্চ: ৭ বছরের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে মা ও দিদিকে সঙ্গে নিয়ে ধর্নায় বসল প্রেমিক। ঝাড়গ্ৰাম থানার লোহামেল্লা গ্রামের বাসিন্দা অনির্বাণ মাহাতোর সঙ্গে খয়েরিবনি গ্রামের রুপালি মাহাতোর সাত বছরের প্রেম ছিল। সেই সাত বছরের ভালোবাসা ফিরে পেতে প্লাকার্ড হাতে প্রেমিকা রুপালির বাড়ির সামনে মা দিদিকে সঙ্গে নিয়ে ধর্নায় বসল প্রেমিক অনির্বাণ মাহাতো।

প্রসঙ্গত, ধুপগুড়ির অনন্ত রায় বর্মন তার দীর্ঘ আট বছরের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকা লিপিকা বর্মনের বাড়ির সামনে ধর্নায় বসে নিজের ভালোবাসা ফিরে পেয়েছিল। তারপর থেকেই প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নিজের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছে প্রেমিক। সেই একই ছবি এবার দেখা গেল রবিবার ঝাড়গ্রাম থানার খয়েরবনি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনির্বাণ ও রুপালির স্কুল জীবন থেকে প্রেম। অনির্বাণ মাহাতোর দীর্ঘ সাত বছরের ভালোবাসার কথা অস্বীকার করে প্রেমিকা রুপালি মাহাতো। তাই নিজের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রেমিক অনির্বাণ মাহাতো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here