বিজেপিতে ভাঙন, পিংলায় মণ্ডল সভাপতি সহ ৩০ টি এসটি পরিবারের তৃণমূলে যোগদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: ৪ ঠা ফেব্রুয়ারি কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করার লক্ষ্যে তিন নম্বর ধনেশ্বরপুর অঞ্চলে একটি বৈঠকের আয়োজন করেছিল ধনেশ্বরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। সেই সভাতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে প্রায় ৩০ টি পরিবার। তাদের বক্তব্য, বিজেপির উন্নয়নের নামে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নেই, পাওয়া যায় না কোনও সুযোগ সুবিধা, তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে তারা প্রায় ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, বিজেপির পিংলা পশ্চিম মন্ডলের এসটি সেলের সভাপতি সুশান্ত টুডু। এই সভাতে উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি। পিংলা পঞ্চায়েত সমিত পূর্ত কর্মাধ্যক্ষ চন্ডীচরণ সামন্ত। ধনেশ্বর পুর অঞ্চল সভাপতি বিকাশ মাইতি। পিংলা ব্লক সাধারণ সম্পাদক আজাদ খান। সহ ধনেশ্বরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here