“ব্রিটিশ আমলের আইন পরিবর্তন হবে, স্থগিত থাকা রাষ্ট্রদ্রোহ আইনের পুর্নবিবেচনার কাজ শেষ পর্যায়ে,” শীর্ষ আদালতকে জানালো কেন্দ্র

আমাদের ভারত, ১ মে: ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন বদলে নতুন আইন চালু করতে সক্রিয় হল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে এই আইন স্থগিত ছিল। সোমবার শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, ঔপনিবেশিক আইনের রাষ্ট্রদ্রোহ আইনের ধারা ও সাজার যে বিধানগুলি রয়েছে তার পুনর্বিবেচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেপি পারদিওয়ালার বেঞ্চ সোমবার ওই মামলার শুনানি স্থগিত করেছে। তার আগে এই মামলায় কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি শীর্ষ আদালতকে বলেন, ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারা সহ রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় থাকা বিভিন্ন ধারাগুলির পরীক্ষা-নিরীক্ষার কাজ এখন চুড়ান্ত পর্যায়ে রয়েছে।” তিনি আরো বলেন, ঔপনিবেশিক আমলের বিধানগুলিতে প্রয়োজনীয় বদল করা হতে পারে।

তিনি জানিয়েছেন, ১২৪ ধারা অনুযায়ী ক্ষেত্র বিশেষে সরকারি নীতির বিরোধিতা রাষ্ট্রদ্রোহের সমতুল্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। অতীতে ব্রিটিশ জামানার এই ধারা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। গত বছর মে মাসে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ রায় দিয়েছিল যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার ঔপনিবেশিক জামানার রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করছে, ততদিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে। কোনো রাজ্য সরকারের পুলিশও রাষ্ট্রদ্রোহ আইনে মামলার রুজু করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *