পিংলায় ব্রাহ্মণ ও মুসলিমদের সৌভ্রাতৃত্ব

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ নভেম্বর:
আজ শনিবার পিংলা ব্লকের হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ও মুসলিমরা একসঙ্গে যজ্ঞ করে নমাজ পড়ে এক বিরল সৌভাতৃত্বের নিদর্শন রাখলl দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসে নামাজ পড়েন এবং যজ্ঞ করার পর জাতপাত বিসর্জন দিয়ে ভাতৃত্বের বন্ধনে  আবদ্ধ হনল

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার  যেমন  মুসলমান  সম্প্রদায়ের মধ্যে ইমাম ভাতা চালু করেছেন তেমনি  ব্রাহ্মণদেরও মাসিক ভাতা দেওয়া  শুরু করেছেl  তাদের আজ একত্রিত করে  জাতিভেদ  প্রথা বিলুপ্ত করার লক্ষ্যে  এই  একসঙ্গে নামাজ পড়া এবং যজ্ঞ করা হয় বলে উপস্থিত  ব্রাহ্মণ সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের  সমাজপতিরা  জানিয়েছেনl  আজকের এই ভ্রাতৃত্ব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের ব্লক সভাপতি সবেরাতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here