কাউন্সিলরের তৎপরতায় রায়গঞ্জের শক্তিনগর থেকে উদ্ধার প্রচুর ব্রাউন সুগার ও নগদ লক্ষাধিক টাকা, আটক দুই মহিলা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি:
কাউন্সিলরের তৎপরতায় এলাকা থেকে উদ্ধার করা হল প্রচুর ব্রাউন সুগার ও নগদ লক্ষাধিক টাকা। আটক করা হয়েছে দুই মহিলাকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ৭ নং ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা আটক হওয়া মহিলাদের বাড়ি ভাঙ্গচুর চালায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। স্থানীয় কাউন্সিলর বরুন ব্যানার্জির দাবি, রায়গঞ্জ সহ বাংলায় হেরোইন বা ব্রাউন সুগার সহ নেশাদ্রব্য বন্ধ করার জন্য প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহণ করে।

রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকার কুলিক নদীবাঁধের ধারে দীর্ঘদিন ধরেই কিছু মহিলা নিষিদ্ধ ড্রাগ ব্রাউন সুগারের ব্যাবসা করছিলেন। এলাকার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এনিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগও জানিয়েছিলেন। পুলিশ বেশ কয়েকবার তল্লাশি চালালেও কাউকে ধরতে পারেনি। এলাকার পিঙ্কি সরকার এক মহিলা এবং তার মেয়ে এই ব্যাবসা চালাচ্ছিলেন। শুক্রবার খদ্দেরদের কাছে ব্রাউন সুগারের পুরিয়া বিক্রি করতে দেখে ফেলেন এলাকার কাউন্সিলর বরুণ ব্যানার্জি। তিনি দৌড়ে গিয়ে তাদের ধরতে গেলে পালিয়ে যায় তারা। এরপরই বরুণ বাবু রায়গঞ্জ থানায় খবর দেন। দ্রুত ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। তল্লাশি চালিয়ে পিঙ্কি সরকারের বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার এবং লক্ষাধিক টাকা উদ্ধার করে। পুলিশ পিঙ্কি সরকার ও তার মেয়েকে আটক করেছে। এলাকায় এই ধরনের অবৈধ নেশার ব্যাবসা চালানোয় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পিঙ্কি সরকারের বাড়িঘর ভাঙ্গচুর করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকার এই ঘটনা নিয়ে রায়গঞ্জ পুরসভার স্থানীয় কাউন্সিলর বরুণ ব্যানার্জি বলেন, রায়গঞ্জ শহর থেকে অবৈধ নেশার দ্রব্য বিক্রি বন্ধে পুলিশ প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। দোষীরা যাতে কঠোর শাস্তি পায় তার ব্যাবস্থা করতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here