জলঙ্গিতে ৭০কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত বিএসএফের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে আন্তর্জাতিক সীমান্তে ৭০ কেজি ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় আটক করল বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

আন্তর্জাতিক সীমান্ত এলাকা বলে পরিচিত জলঙ্গি ব্লক। আর এই এলাকা থেকে প্রতিনিয়ত বেআইনিভাবে বিভিন্ন ধরনের নেশারদ্রব্য থেকে শুরু করে ইলিশ ইত্যাদি চোরা চালান কাজে লিপ্ত থাকে বর্ডার এরিয়ায় যেসব গ্রামগুলো রয়েছে মূলত সেই গ্রামগুলোর মানুষ। তবে সেইসব বেআইনিভাবে বেআইনি পাচার রুখতে বিএসএফ জওয়ান পরিশ্রম করে চলেছেন। আর বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে চোরাই ভাবে, রবিবার গভীর রাতে জলঙ্গি থানার দয়রামপুর বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে দুই পাচারকারি ইলিশ মাছ নিয়ে আসার সময় বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। দুজন পাচারকারী ব্যাগভর্তি মাছ ফেলে পালিয়ে যায়।পাচারকারীদের ধরা যায়নি বলে বিএসএফ সূত্রের খবর। তবে সেই মাছ উদ্ধার করে কাস্টম অফিসে জমা করে বিএসএফ।

পদ্মা নদীতে এই বিপুল পরিমাণ ইলিশ মাছ জলঙ্গি সীমান্ত এলাকা দিয়ে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান বিএসএফের। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ আধিকারিকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here