
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ ফেব্রুয়ারি: গোরু পাচারকে কেন্দ্র করে বিএসএফ ও পাচারকারীদের সংঘর্ষে তুমুল উত্তেজনা। পাচারকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বিএসএফের। ঘটনায় গুলিবিদ্ধ এক পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের গয়েশপুর এলাকার।
বিএসএফ সুত্রের খবর অনুযায়ী, গুলিবিদ্ধ ওই পাচারকারীর নাম আনন্দ দাস। হিলির জন্তীপুর এলাকার বাসিন্দা সে। সোমবার ভোর রাতে সীমান্তে প্রহরারত ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের চ্যালেঞ্জ জানিয়ে উন্মুক্ত এলাকা দিয়ে গোরু পাচার করতে উদ্যত হয় একটি পাচারকারীর দল। বাধা দিতে গেলে জওয়ানদের উদ্দেশ্যে মারমুখী হয় ওই পাচারকারী দলটি। এরপরেই পাচারকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে কর্তব্যরত জওয়ানরা। আর এতেই পায়ে গুলিবিদ্ধ হয় এক পাচারকারী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ১৩৭ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই পাচারকারী।
উল্লেখ্য, তিনদিক বাংলাদেশ সীমান্ত বেষ্টিত জেলা দক্ষিণ দিনাজপুর। জেলার ২৫২ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে প্রায় ২৮ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে উন্মুক্ত সীমান্ত। হিলির গয়েশপুর এলাকার সেই উন্মুক্ত সীমান্ত দিয়েই এদিন ভোররাতে ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গোরু পাচার চালাচ্ছিল একদল পাচারকারী। যাদের অধিকাংশই ছিল ভারতীয়। সশস্ত্র অবস্থাতে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চ্যালেঞ্জ জানায় গোরু পাচারকারীর দলটি। আর এরপরেই পাচারকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি গুলি চালায় সীমান্তে প্রহরারত জওয়ানরা। ঘটনায় একজন গুলিবিদ্ধ হলেও বাকিরা পালাতে সক্ষম হয়েছে। আটক করা হয়েছে বেশকিছু গোরুও। তবে এই ঘটনায় জড়িত হিসাবে ইতিমধ্যে বেশকিছু পুরোনো কুখ্যাত গোরু পাচারকারীদের নাম উঠে এসেছে। যারাই ওইদিন ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গোরু পাচার চালাচ্ছিল।
এলাকার পঞ্চায়েত সদস্য মৃণাল সরকার জানিয়েছেন, বিএসএফের ছোড়া গুলিতে তাদের এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। যাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছে বিএসএফ জওয়ানরা। সেই খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছেন। তবে ঘটনা কি হয়েছিল তা তার জানা নেই।