১৩৭ বিএসএফের প্রতিষ্ঠা দিবসে রাতভর জমকালো অনুষ্ঠান পতিরামে, ডিআইজির উপস্থিতি জোগালো বাড়তি মাত্রা

আমাদের ভারত, বালুরঘাট, ২ মার্চ: বিএসএফের ৩০তম প্রতিষ্ঠা দিবস পালন করল ১৩৭ নং ব্যাটেলিয়ন। রবিবার অনুষ্ঠান ঘিরে পতিরাম ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান সহ মনোরঞ্জনের জন্য জমকালো অনুষ্ঠানে অংশ নেন বিএসএফের পদস্থ আধিকারিকরা। যেখানে উপস্থিত ছিলেন, বিএসএফের ১৩৭নং ব্যাটেলিয়নের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টি.পিএস সিদ্ধু, ১৩৭ বিএসএফের কমান্ড্যান্ট গজরাজ যাদব প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশ নেন বিশিষ্ট জনেরাও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here