রাষ্ট্রীয় মর্যাদায় ঝাড়গ্রামে শেষকৃত্য সম্পন্ন হলো বিএসএফ জওয়ান গোরাচাঁন্দ টুডুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ মার্চ: আজ কলকাতা থেকে আসার পর বেলা ১১টা নাগাদ বিএসএফ ১০৭ নং ব্যাটালিয়ানের গোরাচাঁন্দ টুডুর শবদেহ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত মালাবতী গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। প্রখর রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করেছিলেন বীর সেনার শেষ যাত্রার সাক্ষী হতে। গান স্যালুট সহ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিন শহিদ জওয়ান গোরাচাঁন্দ টুডুর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন কাঁকো অঞ্চল প্রধান কৃষ্ণা মান্ডি(মুরমু) ও বিনপুর-২ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ হামলেট মান্ডি সহ কাঁকো তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল মান্ডি, বিনপুর -২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি রাজীব মুর্মু ও পঞ্চায়েত সদস্য সহ এলাকার সাধারণ ও বিশিষ্ট মানুষজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here