বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তপ্ত জলঙ্গি থানার পরাশপুর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ ফেব্রুয়ারি: বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের জলঙ্গি থানার পরাশপুর। গ্রামবাসীদের লক্ষ্য করে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় কেউ জখম না হলেও গ্রামবাসীদের ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ। পরাশপুর চরে গবাদি পশু গণনাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে। যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে বিএসএফ।

মহিলাদের মারধরের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় মুকবুল শেখের বাড়িতে ছটি মহিষ ছিল। দুটো মহিষ মকবুলের ভাইকে বিক্রি করে। বিএসএফ জওয়ানরা এসে ওই দুটি মহিষ খাতায় এন্ট্রি নেই বলে নিয়ে চলে যেতে গেলে বাড়ির লোকজন বিএসএফ জওয়ানদের বাধা দেয়। তারপরেই গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের ঝামেলা শুরু হয়। এরপর রণক্ষেত্রের চেড়ারা নেয় এলাকা। বিএসএফ জওয়ানরা গুলি চালালে গ্রামবাসীদের ঘরে আগুন লেগে যায়। ঘটনায় আহত হয় কয়েকজন গ্রামবাসী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here