কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: রাজ্য সড়কের দু’পাশে ইমারতি দ্রব্য রাখার কু-অভ্যাস এখনও দূর হয়নি। এর ফলে দুর্ঘটনা ঘটলেও মানুষের হুঁশ ফেরেনি এখনও। এরকমই চিত্র দেখা গেল ক্ষীরপাই পুরসভা সংলগ্ন এলাকায় ড্রেনেজের ওপরে পিডাব্লিউডি- র রাস্তার দু’পাশে ইমারতি দ্রব্য রাখা রয়েছে। থরে থরে সাজানো ইট, এছাড়াও স্টোন চিপস কর্কেট ইত্যাদি তো আছেই। যে কোনও দিন যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকার মানুষ।
তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক বীরেশ্বর পাহাড়ি পরিষ্কার প্রশাসনের গাফিলতির কথা বললেন। তিনি বলেন, রাস্তার ধারে রাখা এসব দ্রব্য প্রশাসনের বাজেয়াপ্ত করা উচিত। যে সব ব্যবসায়ী রাস্তার ধারে এসব জিনিস রেখে ব্যবসা করছেন তাদের তিনি নিন্দা করেন।
পুর প্রশাসক দুর্গা শঙ্কর পান বলেন, এসডিও ও ডিএমকে জানানো হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থাই নেননি, পুনরায় জানাব বিষয়টি।