মেদিনীপুরে বাস ও ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ডিসেম্বর: বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হল ইটবোঝাই ট্রাক্টরের। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা কাঁথি গামী রাজ্য সড়কে অর্জুনি এলাকার কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বেলদার দিক থেকে যাওয়া ইট বোঝাই ট্রাক্টরের সাথে একটি বাসের। ঘটনায় তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর কোনও খবর নেই। বুধবার সকালে এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বেলদা কাঁথি রাজ্য সড়ক। ফলে যানজট সৃষ্টি হয়। এরপর সেখানে পৌঁছায় বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে গাড়িগুলো সরিয়ে যানজট মুক্ত করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here