আমাদের ভারত, কোবিহার, ৭ জুলাই: কোচবিহারে করোনা আক্রান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক বাস কন্ডাকটর। করোনা সংক্রমিত ওই বাস কন্ডাকটরকে কোচবিহারের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি হাসপাতালে ভর্তি হন। তারপর কোভিড পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সংস্পর্শে আসা অন্যান্য সহকর্মীদের হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে।