আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুন: বুধবার সকালে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর দাসপুর থানার পিরতলা এলাকায় এক দুর্ঘটনায় একটি বাইক ও একটি বাস পুড়ে গেছে। ঘটনায় মৃত্যু হয়েছে বাইকে থাকা তিনটি ছাগলের। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ একজন মাংস ব্যবসায়ী বাইকে করে কয়েকটি ছাগল নিয়ে আসার সময় একটি লরি বাইকটিকে ধাক্কা দেয় এবং দাসপুর বিডিও অফিস পর্যন্ত প্রায় আড়াইশো মিটার টেনে নিয়ে যায়। এই সময় অতিরিক্ত ঘর্ষণের ফলে বাইকটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত বাইকটি ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টুরিস্ট বাসের সামনে পড়ে। এর ফলে বাসটিতেও আগুন লেগে যায়। বাইকটিতে থাকা পাঁচটি ছাগলের মধ্যে তিনটির মৃত্যু হয়।
ঘটনার পর কিছুক্ষণের জন্য ঘাটাল পাঁশকুড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। খুকুড়দহ থেকে লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে দাসপুর থানা সূত্রে জানানো হয়েছে।