পতিরামে এক ব্যবসায়ীর রহস্য মোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, ঘটনাস্থল থেকে নেশার সামগ্রী উদ্ধার

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১ ফেব্রুয়ারি: রহস্যেমোড়া এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সোমবার বিকেলে পতিরামের কদমতলী এলাকার নিজস্ব অফিস থেকেই উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ।

পুলিশ জানায়, মৃত ওই যুবকের নাম প্রণব কর(৩২)। বাড়ি পতিরামের কদমতলী এলাকাতেই। রবিবার বাড়ি থেকে বেরনোর পর রাতে সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে পুলিশ। এদিন দুপুর থেকে বিকেল গড়িয়ে গেলেও প্রণবের খোঁজ পায় না তার বাড়ির লোকেরা। এরপর খোঁজাখুঁজি করতেই বাড়ি থেকে কিছুটা দূরে অফিসের দরজা খোলা অবস্থায় ওই ধান ব্যবসায়ীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যার পরেই ঘটনার খবর স্থানীয় পতিরাম পুলিশ ফাঁড়িতে পৌছালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। ঘটনাস্থল থেকে বেশকিছু নেশার সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অত্যধিক মদ্যপানের কারণে শারিরীক অসুস্থতা থেকে ওই যুবকের মৃত্যু হয়েছে।

পতিরাম ফাঁড়ির পুলিশ আধিকারিক বিরাজ সরকার জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here