
আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মে: আমফানের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুরে আবাসন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
শনিবার মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রণব বসুর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা দেন। চার লক্ষ টাকার এই চেকটা প্রাক্তন পৌর প্রধানের হাতে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উদ্যোগপতি সুতনু চক্রবর্তী, শ্বান্তনু চক্রবর্তী (বুচি), অরুণ সিংহ সহ অন্যান্যরা। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রণব বসু।