
আমাদের ভারত, কুমারেশ রায়, খড়গপুর, ২৪নভেম্বর:
রাত পোহালেই উপনির্বাচন খড়্গপুর বিধানসভায়। রবিবার খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা।
১৬টি সেক্টরে ভাগ করা শহরের ২৭০টি বুথের মধ্যে মহিলা পরিচালিত ১০টি বুথ থাকছে চারটি জায়গায়। এই চার জায়গা হল রেলওয়ে বয়েজ এবং গার্লস, সেন্ট জোসেফ ও রেলওয়ে মিক্সড স্কুল। রিজার্ভে রাখা কর্মী সমেত প্রায় ৭০ জন মহিলা ভোট কর্মী এখানে ভোট গ্রহণ করবেন। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রনে থাকা এই ১০টি বুথেই থাকবেন ১জন করে মহিলা পুলিশ কর্মী।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবার শহরের মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৫ হাজার ২৬৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১লক্ষ ১১হাজার ১৯৭জন, মহিলা ভোটার রয়েছেন ১লক্ষ ১৪হাজার ৫৯ জন।
মোট প্রার্থী রয়েছেন ৮ জন। এরমধ্যে তৃণমূল, বিজেপি, বাম -কংগ্রেস জোট প্রার্থী ছাড়াও শিবসেনা, আরজেডি, নির্দল প্রার্থীরাও রয়েছেন। ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২০৫ টি বুথে মোতায়েন থাকবে। ৪২ টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ২৬ টি বুথকে অতি উত্তেজনা প্রবণ বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।