পুরোভোটের আগে ২ ফেব্রুয়ারি কলকাতায় সিএএ নিয়ে আলোচনা সভা বিশ্ব হিন্দু পরিষদের

নীল বনিক, আমাদের ভারত, ২৪ জানুয়ারি: পুরভোটের আগে সিএএ নিয়ে কলকাতায় আলোচনা সভার আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ। ২ ফেব্রুয়ারি কলকাতার রাজস্থান বিদ্যামন্দির সভাগৃহে আলোচনা সভা করবেন হিন্দু সংগঠনটির নেতারা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের আবস্থান জানাতে বক্তব্য রাখবেন বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন।

কলকাতার বিশ্বহিন্দু পরিষদ নেতারা আগেই সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। কেন্দ্রের এই নতুন আইনকে সমর্থন করে এরাজ্যের হিন্দু নেতারা বিবৃতি দিয়েছেন। এবার বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতারা বলবেন কেন হিন্দুদের এই আইন সমর্থন করা উচিত।

এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে পুরোভোট। তার আগে বিশ্ব হিন্দু পরিষদের শহরে সিএএ নিয়ে আলোচনা সভার আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ন। কারন পুরভোটের আগে প্রথমে কলকাতা শহরে, তারপর জেলার সদর শহরগুলিতে একাধিক সেমিনার করবে বিশ্ব হিন্দু পরিষদ। সেখানে এই আইনে হিন্দুদের লাভের কথা শোনানো হবে। স্বভাবতই সিএএ নিয়ে বিশ্বহিন্দু পরিষদের টানা প্রচারে লাভহবে রাজ্য বিজেপির। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *