এবার মেঘালয়, সিএএ সংঘর্ষে উত্তপ্ত শিলং নিহত ১

আমাদের ভারত,২৯ ফেব্রুয়ারি: এবার সিএএ সংঘর্ষ মেঘালয়ে। দিল্লির অশান্তির তাপ শিলংয়ে। দেশের উত্তর-পূর্বে সিএএ ও ইনার লাইন পারমিটকে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জানজাতি সম্প্রদায় সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ক্ষতি হয়েছে বহু দোকান বাড়ির। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। রাজ্যের আরও ছয় জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

মেঘালয় পুলিশ টুইট করে জানিয়েছেন, শুক্রবার দুপুরে খাসি ছাত্র সংগঠন কে এস ইউর বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কে এস ইউ সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়িতে।বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় একটি খড়ের গাদায়। সংঘর্ষে নিহত হয়েছে এক কে এস ইউ সদস্য। আহত হয়েছে এক পুলিশ কর্মী। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তি বজায় রাখার আবেদন করেছেন রাজ্যপাল তথাগত রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here