২০২৪ এর আগেই লাগু হবে সিএএ, দাবি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৩০ জানুয়ারি: সিএএ নিয়ে ফের হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতির। মালদায় বৈদ্যপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে দায়িত্ব নিয়ে আশ্বাস দিলেন, ২০২৪ এর আগেই লাগু হবে সিএএ। আর সিএএ এর মাধ্যমে উদ্বাস্তু সমাজকে নাগরিকত্ব দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারবেন না, শুধু দেখবেন আর লুচির মতো ফুলবেন।

সিএএ লাগু করা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে শুরু করেছে। মালদার সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমাদের সময় লাগতে পারে কিন্তু মোদী যে কথা বলে সে কথা করে। উদাহরণ দিতে গিয়ে তিনি রামমন্দির ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯২ থেকে রামমন্দির নির্মাণের কথা চলছে। মন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতো বিরোধীরা। কিন্তু ২০২৪ এর জানুয়ারিতে অযোধ্যার রামমন্দিরে অভিষেক হবে শ্রী রামলালার।

তিনি বলেন, ১৯ সালের নির্বাচনে দেশে নতুন করে মুসলিমদের নেতা হয়েছেন আসাদ উদ্দিন ওয়াইসি। তিনি বলেছিলেন, মোদী ১০০ বার প্রধানমন্ত্রী হলেও কোনওদিন ৩৭০ ধারা কাশ্মীর থেকে সরাতে পারবেন না। কিন্তু পার্লামেন্টে ভোটের মাধ্যমে সেই কাজকে করে দেখিয়েছেন মোদী। এখন শত চেষ্টা করেও ৩৭০ ধারা আর কোনওদিন ফিরবে না। কাশ্মীর ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মত স্বাভাবিক রাজ্যের পরিণত হয়েছে। সুকান্ত বলেন, “এ দুটো উদাহরণ আমি তুলে ধরলাম কারণ একটি হিন্দি সিনেমায় অক্ষয় কুমার ডায়লগ দিয়েছিল আমি যা বলি তা করি যা বলি না তাও নিশ্চিত ভাবে করি।” তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি ২০২৪ সালের আগেই সিএএ হবেই। এর মাধ্যমে আমরা উদ্বাস্তু সমাজকে নাগরিকত্ব দেব। মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে, লুচির মত ফুলবে।”

সুকান্ত মজুমদার বলেন, কিছু মানুষকে ভুল বুঝিয়ে অকারণ অস্থিরতা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস শুধু ধ্বংসই করতে পারে।

রবিবার তিনি উত্তরপ্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ২৬ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের দিন দেশের জন্য স্লোগানের বদলে কয়েকজন ধর্মীয় স্লোগান দিয়েছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, এই ধর্মীয় স্লোগান যারা দিয়েছে তাদের মধ্যে অন্যতম একজনের বাড়ি এই দিদির রাজ্যে। সুকান্ত মজুমদার আশঙ্কা প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান বানাতে চাইছে তারা। তাই মানুষ যদি সতর্ক না হয় তাহলে সব শেষ হয়ে যাবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে চলে আসার কষ্টের স্মৃতি। সুকান্ত মজুমদার বলেন, মোদী কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেবে বাড়ি করার জন্য কিন্তু যদি জমি না থাকে ঘর কোথায় করবেন? যারা পূর্ববঙ্গ ছেড়ে চলে এসেছেন তারা কি এখন ফিরে গিয়ে সেখানে বাড়ি করতে পারবেন? টাকা থাকলেও সেটা হবে না। সুকান্ত বলেন, “তাই দেশ রক্ষা আমাদের করতে হবে। বিজেপি আগে দেশ রক্ষার কাজ করে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here