
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ মার্চ: লকডাউন চলাকালীন অনলাইনে বিচারপ্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, লকডাউন চলার পর থেকেই কলকাতা হাইকোর্টের বিচার পুরোপুরি বন্ধ। আর তাতে কলকাতা হাইকোর্টে জমজে মামলার পাহাড়। আর তার জন্যই অনলাইনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি নায়ার রাধাকৃষ্ণণ এক নির্দেশিকা জারি করে এবার থেকে অনলাইনে বিচার প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গিয়েছে, এবার থেকে স্কাইপের মাধ্যমে আইনজীবী ও বিচারপতিদের মধ্যে যোগাযোগ রেখে বিচারকার্য চালিয়ে যাবে আদালত। এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ অনেক মামলার নিষ্পত্তি হবে। ফলে লকডাউন চলাকালীন যানবাহনের সমস্যায় যেভাবে আদালতে পৌঁছাতে অসুবিধা হচ্ছে বিচারপ্রার্থীদের সেই অসুবিধা আর থাকবে না।