স্নাতক রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর জন্য ইউজিসিকে আবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

রাজেন রায়, কলকাতা, ২১ নভেম্বর : ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই বিশ্ববিদ্যালয় নির্দেশ দেয়, ক্লাস শুরুর আগে চলতি মাসের মধ্যে রেজিস্ট্রেশন পর্ব শেষ করতে হবে। তার পরে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে বলা হয়েছে কলেজগুলিকে। কিন্তু কলেজের অধ্যক্ষদের একাংশের বক্তব্য, রেজিস্ট্রেশন পর্ব শুরুই হয়েছে ১৩ নভেম্বরের পরে। এই অবস্থায় ৩০ নভেম্বরের মধ্যে তা শেষ করা কোনও ভাবেই সম্ভব নয়। তাই কলেজগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিল, পরিস্থিতির কথা বিবেচনা করে স্নাতক রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বাড়ানো হোক।

কলেজগুলির দাবিকে মান্যতা দিয়ে এবার ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসিকে স্নাতক রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়ানোর আবেদন জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।
করোনা সংক্রমণ এড়াতে স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের কাজ চলেছে অনলাইনে। কাগজে-কলমে সেই প্রক্রিয়া শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। প্রথমে অফলাইনে নথি যাচাইয়ের কথা বলা হয়েছিল। পরে, ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জারি করা নির্দেশিকায় বলা হয়, ছাত্রছাত্রীদের কলেজে হাজির হওয়ার দরকার নেই। তাঁরা ‘সেল্ফ অ্যাটেস্টেড’ বা স্ব-প্রত্যয়িত নথিপত্র স্ক্যান করে অনলাইনে জমা দেবেন। তাঁদের দেওয়া তথ্য অনলাইনেই যাচাই করতে হবে। ক্লাস শুরু হওয়ার পরে যদি দেখা যায় যে, কোনও ছাত্র বা ছাত্রীর নথি ভুল, তা হলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here