
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করার অধিকার আছে রাজ্যপালের। সোমবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকর। তিনি রাজ্যের ভালোর জন্য রাজ্যের যে কোনও সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেই পারেন। সেই এক্তিয়ার তাঁর রয়েছে। আর যদি রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেন তাতে মানুষের ভালো হবে। মানুষের ভালোর জন্যই রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে আলোচনা করবেন। রাজ্য বিজেপি রাজ্যপালের উদ্যোগকে স্বাগত জানাবে বলে এদিন মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। যদিও রাজ্যপালের এই তলব নিয়ে শাসক দল প্রতিবেতন লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি।