পনেরো’টি সরকারি প্রকল্পের সুবিধা জলপাইগুড়ির মানুষের কাছে পৌছে দিতে দিদির সুরক্ষা কবচের মাধ্যমে চলবে প্রচার, বললেন বিধায়ক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জানুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের সরকারি সুযোগ সুবিধে ভোটারদের মধ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। ‘দিদির সুরক্ষা কবজ’ নাম দিয়ে পনেরো’টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে গ্রাম ও শহরের বাসিন্দারা কতটা পেয়েছেন তা নিয়ে প্রচার চলবে, শনিবার জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা সাংবাদিক বৈঠক করে জানালেন।

এ দিন শহরের বাবু পাড়ার বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক হল। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন টাউন মণ্ডলের তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, সদর ব্লক এক সভাপতি তরুণ বসু বিশ্বাস, সদর ব্লক দুই সভাপতি প্রসন্ন দেবদাস।

বিধায়ক বলেন, “সরকারের ১৫টি সামাজিক প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ একাধিক সুযোগ সুবিধে পাচ্ছে। তিন কোটি মানুষ সুবিধে পেয়েছেন। সুরক্ষা কবচের মধ্য দিয়ে সরকারের সামাজিক প্রকল্প কে কে পেয়েছেন এবং কে কে পাননি। কিভাবে সুবিধে পেতে পারেন গ্রামের বাসিন্দাদের বুঝিয়ে দিতে হবে। সেই লক্ষ্যে সব জায়গায় কাজ শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *