করোনা প্রতিরোধ! ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে বন্ধ সমস্ত যাত্রীবাহী ট্রেন

আমাদের ভারত,২২ মার্চ: আগামী ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল রেল মন্ত্রক। তবে চলাচল করবে পন্যবাহী ট্রেন। মন্ত্রকের তরফে টুইট করে জানান হয়েছে।

রবিবার ভারত জুড়ে চলছে জনতা কারফিউ। যা ব্যাপক সাড়া পড়েছে সারা দেশজুড়ে। মারন ভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে আজ কারফিউতে সামিল হয়েছে গোটা দেশ। ১৪ ঘণ্টার কারফিউতে কার্যত গৃহবন্দী গোটা ভারত। এবার ট্রেন চলাচল বন্ধ করে একরকম দেশ জুড়ে লক ডাউনের পথে এগোলো ভারত।

তবে যে ট্রেনগুলি রাস্তায় আছে তারা তাদের গন্তব্যে তারা পৌঁছাবে। সমস্ত প্রিমিয়াম সার্ভিসের ট্রেন, মেইল এক্সপ্রেস, প্যাসেঞ্জার, কলকাতা মেট্রো এবং কঙ্কন রেলওয়েরসমস্ত ট্রেন আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্যানসেল করা হয়েছে। ২২শে মার্চ মধ্যরাত পর্যন্ত ট্রেন চলাচল করবে‌। তারপর থেকে সব বন্ধ। তবে ভারতীয় রেলওয়ে নিশ্চিত করেছে পণ্য পরিবহনের জন্য মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে না। এই দিনগুলিতে যারা রেলের টিকিট বুক করেছিলেন, তাদেরকে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবেবলেও জানানো হয়েছে রেলের তরফে।ট্রেনে যাত্রা থেকে করোনা সংক্রমণ হয়েছে তা জানার পরই এই কড়া সিদ্ধান্ত নিলো রেলওয়ে।

যদিও জনতা কারফিউর দরুন আজ বেশীরভাগ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছিল রেলওয়ে।কিন্তু পরিস্থিতি বুঝে ২২মার্চ মধ্যরাত থেকে সমস্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন আগামী ৩১মার্চ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *